কি মিথ্যে সব খেলনাপাতি
পুতুল, পুতুল ঘর-সংসার...
বদ্ধ ড্রয়ারে হলুদ স্মৃতি
না তুমি আমার, না আমি তোমার।
কি মিথ্যে সব ঘর কন্না-
ড্রেসিং টেবিল, গোছান খাট
কেউ কারো নয়, কেউ কারো নয়
ফুরালে আয়ু, জীবন-পাট।
কি মিথ্যে সব পুজোর পোষাক
ঈদের নামায, দান-খয়রাত
মায়ার দেশের স্বপ্ন সবই
না নিজের জাতি, না আর কোনো জাত।
কি মিথ্যে সব রেলের টিকিট
ফুড়ুৎ, ফুড়ুৎ গোয়া-সাংহাই
কবর, কফিন, ঘরের চালা
চিতায় যে সবার শেষ পরিচয়!
তারপরেও মিথ্যে ভোজন
মিথ্যে গাজন ভিন্ন দেশের
কেউ জানে না। ঢপ বাজি সব-
অনন্ত সেই সর্বনাশের।