#ইনক্লুড দিয়ে প্রোগ্রামিং করলাম শুরু
<এসটিডি ও ডট এইচ> হেডার ফাইল, প্রোগ্রামিং এর গুরু।
ফাংশন সেকশন শুরু হয়
ইন্ট, ভয়েড মেইন দিয়ে
তাও আবার যুক্ত থাকে, জোড়া () প্যারানথেসিস নিয়ে ।
{
{} কার্লি ব্রাকেট হয় যে
প্রোগ্রামিং এর ফটক,
" " স্ট্রিং ; সেমিকোলন নাকি
প্রোগ্রামিং এর ঘটক।
পূর্ণ, ভগ্নাংশ সংখ্যা বোঝায়
ইন্ট, ফ্লোট টাইপ,
ভেরিয়েবেলের লাইন লেগে যায়
যেন একটা পাইপ।
স্কেনেফ দিয়ে হয় ইনপুট এর যাত্রা
জটিল সহজ ক্যালকুলেশন আনে নতুন মাত্রা।
শর্ত সাপেক্ষ ঘটেই থাকে
ইফ, ইফ-ইলস দিয়ে,
ফর, হোইয়াল নেহাত আপন করে
সঙ্গে তাদের নিয়ে।
রিটার্ন জিরো হতে চায়
ফাঁকা মাঠের হিরো,
ভ্যালু চায় ইন্টিজার
নাহয় তা হা জিরো।
অবশেষে,
প্রিন্টেফ জানিয়ে দেয়
এবার তোমার ছুটি,
প্রোগ্রামার হেসে খেলে
করে লুটোপুটি।
)
আউটপুটঃ ইরোর...
#বাংলাতে লেখায় সিম্বল এবং সিনটেক্স গুলো বুঝতে একটু কস্ট হতে পারে, এর জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।