ও চাঁদ
তোমার আলোয় আমায় আলোকিত করো,
ও তারা
তোমার উজ্জ্বলতায় আমায় মুখরিত করো।
ও আশা
স্বপ্নের তরীতে আমায় ভাসাও,
ও স্বপ্ন
রুদ্ধদারে আমায় কাঁদাও।
এতো কি অহংকার তোমার ?
রুপ লাবণ্য নাকি প্রতিপত্তি ??
এসবই হবে তুচ্ছ
যদি আমাদের ভালোবাসা হয় সত্যি ।
ভালোবাসার প্রথম বুলি , একটু ছোঁয়া
যেনো মেঘের মাঝে খানিক রোদের আশা যাওয়া ।
তোমার কাজল কালো চোখ , লম্বা ঘন কেশ
এসব দেখে আমার কাটতো না লেশ।
যতই দেখি
আহা.... কি অপরুপ তুমি
কি দিয়ে গড়েছে তোমায়
মহান সৃষ্টিকর্তা ...।।
সুচিস্মিতা , সু নয়না
স্বর্গময়ী রাজকন্যা ,
মনের সবটুকু আবেগ
শুধু তোমার জন্যে...
ছোট্ট দো-চালা ঘর , একটু খানি স্বপ্ন
আর দক্ষিণা দুয়ারের হরেক রকম আশা ,
সৃতির পাতায় হয়তো রয়ে যাবে
আমাদের নাম না জানা ভালোবাসা ।