শেষ দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে
রোগ জরা যাই আসুক
হাত পা প্যারালাইজড হয়ে যাক
জীবন আটকা পরে যাক পাঁচ বাই সাত ফুটের বিছানায়
মুখে খেতে না পারলেও নাক দিয়ে পাকস্থলীতে খাবার গেলেও চলবে,
ষাট অবধি জীবনের হয়ত কিছু বাকী থাকে
এরপর?
শুধুই অপেক্ষা......
গত বিশ বছর ধরে বাবাকে দেখছি
নিবিষ্ট মনে প্রতীক্ষা করছেন,
প্রতিদিন ঘুম থকে উঠে হয়ত ভাবেন
আজই শেষ দিন,
প্রতিবার তার কাছে বিদায় নিতে গেলে মনে হয়,
আর হয়ত দেখা হবে না!
পরিসংখ্যান বলে গড় আয়ু বাড়ছে
তবু কিছুতে কি আর মন লাগে,
অপেক্ষা হয়ে ওঠে একমাত্র কাজ!!
আকাশে কেউ কি অপেক্ষা করে থাকে?
শরীর থেকে আত্মা পৃথক হয়ে গেলে
কোথায় চলে যায়?
জীবনে যার সাথে পরিচয় হয় নি
জীবনাবসানে আত্মা আমার আমিত্ব ধারণ করবে,
সব দায় মেনে নেবে আমার সকল পাপ আমার সকল পুণ্য,
কোন তথ্য নেই, ঐশী বাণীতেই আশ্রয়
আমার পিতা কে দেখছি গত বিশ বছর ধরে অপেক্ষা করছেন,
আমারও হিসেব কষবার সময় ঘনিয়ে আসছে,
এক অপেক্ষার প্রস্তুতি চলছে...