একদিন সময়ের শরীরে এঁকে দেব সমাপ্তি
একেবারে ফুল স্টপ!
এখনও সময় সৃষ্টি করে চলেছি তুমি আমি মিলিত স্রোত
সবুজ পাতায় পরছে যে রোদ
বাতাসে ছড়াচ্ছে আলপনা আঁকা জীবন
তাতে মিশে সৃষ্ট সময়,
উড়ে চলেছে চঞ্চলা প্রজাপতি!
আমরা সব খেতে জানি
গাছ পালা নদী নালা সবুজ বৃক্ষ
সময়ের ভ্রূণ,
আমরা খাচ্ছি আর পৃথিবী উত্তপ্ত হচ্ছে,
এইভাবে একদিন উত্তর গোলার্ধের গলিত বরফ
ডুবিয়ে দেবে সময়ের পাটাতন,
নুহ্ নবীর কিস্তি না হলে কিছুই ভাসবে না,
সময়ও না!!