অক্টোপাসকে তুমি একটি নির্বোধ প্রাণি ভেবেছিলে
এখন সে তোমাকে পাঁচ দিক থেকে চেপে ধরছে
এখনই তোমার প্রশ্বাস বন্ধ হয়ে আসবে,
আঘাত পেলে, কেউ কি আর নির্বোধ থাকে!
সমালোচনার জ্ঞান সবার থাকে না
তুমি তাদের ততটা আলোকিত করতে পারনি।
পরমত সহিষ্ণুতা বোধে জন্ম নেয়
তুমি তার সেই বোধ ডুবিয়ে রেখেছ নোনা পানিতে
তুমি ভেবেছিলে নির্বোধ সে!
এরপর সে যাকে জীবনের আলো জ্ঞান করে
তাকে আঘাত কর তুমি সমালোচনার বাতাসে,
সে তখন নিজের জীবন কে তুচ্ছ জ্ঞান করে
তুচ্ছ হয়ে যায় তার কাছে সবকিছু
জগত সংসার, তোমার জীবন!
আলোকিত না হলে আঘাত করতে হৃদয় কাঁপে না
অন্ধকার কেবল পিশাচের জন্মদেয়!