শরীর কোন অনাবিষ্কৃত বিজ্ঞান নয় তবু,
কাপড়ের আড়ালে ফেললেই পুরুষ আর নারী রহস্যময়
প্রতিটি শরীর তখন স্বতন্ত্র আলাদা,
(পর্দার সেই হল কৃতিত্ব!)
আর আমি সব জেনেও ভীষণ ব্যস্ত
স্বতন্ত্র প্রতিটি শরীর খুড়ে রহস্য খুঁজে ফেরায়
প্রতিটি শরীর খুড়ে লজ্জা খুঁজে ফেরায়!
যখন প্রাকৃতিক শরীরে মানুষ
মাঠে নদীতে চড়ে বেড়িয়েছে
তখনও লজ্জা মানুষ সে ভাবে আয়ত্ত করতে পারে নি,
তখনও শরীর লজ্জার কারন হয়ে ওঠে নি
তখনও তোমার খোলা স্তন যৌনাঙ্গ হয়ে ওঠে নি!
কালের বিবর্তনে শরীর আর কতটা বদলেছে
কতটা বদলেছে অঙ্গসমূহের বিজ্ঞান
তবু তোমার চাঁদের মত শরীর কালো মেঘে ঢাকা পড়ে গেছে
কালো কাপড়ে ঢাকা পড়ে গেছে অসভ্য(!) মানুষের ইতিহাস,
নগ্ন, নির্লজ্জ, নিষ্কাম ইতিহাস!
বিবর্তনে তুমি অতি কামুক হয়ে উঠেছ
আমি বড্ড বেশি যৌন কাতর
তোমার শরীরের ঈশান কোনের একটু দর্শনেও
আমি আদিম উত্থান অনুভব করি,
তোমার অঙ্গ নামে যৌন কাতরতা অনুভব করি!
জ্ঞানের কল্যাণে আমি তোমার শরীরের বিস্তার জেনেছি
জেনেছি তার নানাবিধ ব্যবহার
জেনেছি কতপ্রকার ভোগে লাগতে পারে নগ্ন তোমার স্তন
শিশুর খাদ্যের আধার সেটা শুধু নয়,
তার প্রকাশে তোমাকে ভীষণ আবেদনময়ী করে তোলা যায়।
শত বছরের গবেষণায় ছত্রিশ কলার আবিষ্কৃত জ্ঞান
বহু নারীর শরীরে তারই চর্চা এখন শিল্প,
তোমার শরীরের প্রকাশ তাই ভীষণ অশ্লীল।
প্রেমের কবিতা লিখে কবির আঙুল পচে গেছে
প্রাকৃতিক শরীরের গল্প কত আর কাপড়ে ঢেকে রাখা যায়,
কিন্তু যার মন পচে গেছে সভ্যতার শিক্ষায়
অশ্লীলতা বাসা বেঁধেছে যার মনে
সে কি করে নারীর চোখে তাকায়?
কাপড় সভ্যতার এক অনন্য উপহার!
আমার সকল কামুকতা, কাতরতা ঢেকে রাখে!
আমি তোমার নগ্ন শরীরে আর তাকাতে পারি না
তোমার নগ্ন শরীর আমার ভীষণ অশ্লীল লাগে!