শূন্যতার প্রহরী বই মেলায় আসছে মেলার প্রথম দিনেই। এই কাজটি সংবেদ করেছে খুব সুচারু রুপে। আমি এটা আশাই করিনি। এটি আমার প্রথম কবিতার বই। এক যুগ আগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লেখালেখি ছেড়ে দিয়েছিলাম। তারপর কখনও ভাবিনি ঝকঝকে মোড়কে ছাপানো লেখায় আমার একটি বই বেরুবে। আজ প্রকাশক পারভেজ ভাই ডেকে নিয়ে একটি ঝকঝকে মলাটের বই হাতে ধরিয়ে দিলেন। মলাট খানি বেশ মনে ধরেছে। এখানে আপলোড করার কোন ব্যবস্থা না থাকায় দেখাতে পারছি না। তবে বেশ লোভ হচ্ছে। কেউ যদি আগ্রহী হন দেখে নিতে পারেন আমার ফেস বুকের পাতায়। কি করে খুঁজে পাবেন? আমার নাম Md Tajul Islam Chowdury লিখে সার্চ বাটন চাপুন। দেখবেন জল দেবীর সাথে আমার একটি ছবি আছে। বই মেলাতে যদি আসেন খুঁজবেন স্টল নম্বর ৪১৩-৪১৪। এটি সংবেদ এর স্টল। স্টলে আমাকে নাও পেতে পারেন। আমাকে যদি খোঁজেন পাবেন ০১৯২৪৫৮২৫২৫ এই নম্বরে। যদি ব্যাটে বলে মিলে যায় তবে দেখা হয়ে যেতে পারে। সংবেদের ভারতে একজন পরিবেশক আছে। বিশ্ববঙ্গীয় প্রকাশন। ভারতের বন্ধুরা যদি উত্সাহ দেন তবে তাদের কলকাতার বইমেলার স্টলে বইটি পৌছে দেয়া যেতে পারে। কেউ একজন যদি ঢোলে একটা বারি মারেন তবে কলকাতায় চলেও আসতে পারি। এখন সুতা আপনাদের হাতে।
আলোচনাটি ৬২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/০১/২০১৫, ১৩:০৭ মি: