রাত পাখিরা ঘুমায় না রাত্রির গান শোনে
ভুতুম পেঁচাদের সাথে মিলে ঝিঝি পোকার কলতান শোনে
প্রহরে প্রহরে শেয়ালের ডাক, রাত জাগা প্রহরীর হুইসল
নাইট শিফটের শ্রমিকের রেডিওয় হারানো দিনের গান শোনে।
রাত পাখিরা ঘুমায় না রাত্রির কোলে বাসা বাঁধে
জোনাকি পোকাদের সাথে আলোর মিছিলে
অশরীরী ভূতদের সাথে নির্জনতা পাহারায়
রাতের অন্ধকারের সাথে আধার কালো হয়ে মিশে থাকে।
রাত পাখিরা ঘুমায় না তড়িৎ চুম্বক তরঙ্গ হয়ে ভেসে থাকে
তারা গান করে, তাদের গান কেউ শোনে না
তারা বাতাসে ওড়ে তাদের পাখায় বাতাস নড়ে না
তারা অজস্র কথা বলে তাদের কথায় ইথার কাপে না
পৃথিবীর মাঝেই তারা থেকে যায় অন্য অজানা জগতে
সাইবার জগত ফেইস বুক টুইটার বা অন্য কোন নামে,
রাত পাখিরা গান গায়
হাত তালির বদলে লাইক ঝরে পরে
ভালোবাসার উষ্ণতা দেয় মনকাড়া কমেন্টস
সেই উষ্ণতা জাগিয়ে রাখতে জানে
রাত পাখিরা ঘুমায় না
ফেইস বুকে বা অন্য কোন পাতায় অসংখ্য রাত পাখিদের সাথে জেগে থাকে
রাতের সব ভাগে দিনের সব ভাগে।।


(এদের মাঝে দু একজন বাংলায় কবিতা লেখে
রাত জেগে বাংলা-কবিতার পাতায়,
এই কবিতা তাদের জন্য)