সপ্ত আসমান খুঁজে এসেছি
একটি নক্ষত্র পাই নি খুঁজে,
সবাই কেবল পোড়াতে জানে
সত্য প্রেমের বিভা কে বিলাতে পারে?
তুমি এসে আমার পাশে বস,
আমরা দুজনেই ভীষণ ক্লান্ত!
কাল টক শোতে অনেক গল্প শুনেছি রাত্রি জেগে
সব সমস্যার কত সহজ সমাধান আছে ওদের কাছে
অথচ আমি সপ্ত আকাশ ঘুরে ফিরছি এক নক্ষত্রের খোঁজে,
তোমার কপালে মাখব শান্তি শান্তি আলো
তোমার চোখে নামাব স্বপ্ন-হীন ঘুম!
এখন সবটাতেই কেমন একঘেয়ে লাগে
বাস স্টপে লম্বা লাইনে দাড়িয়ে রোদে ভিজি
দেয়াল জুড়ে যৌন শক্তি বর্ধক ঔষধের বিজ্ঞাপন
উত্তেজনার খোঁজে এর ঠিকানা হয়তো অনেকের জানা প্রয়োজন
প্রতিদিন ঐ বাস স্টপে, ঐ বিজ্ঞাপনে, রাতে টক শোতে
তোমাকে দেবার মত কোন নক্ষত্র খুঁজে পাই না কোন আকাশে
কিন্তু প্রতিদিন আমার খাওয়া ঘুম চলেছে ঠিক ঠাক,
সৌর মণ্ডলের কোথাও বিচ্যুতির খবর আসেনি কোন।
বড় লাল টিপে তোমাকে আগুন দেখতে লাগে
তাই নিয়ে কাব্য লিখতে বসেছি
ফোকাসে উঠে আসছে লাল সূর্য তোমার কপাল বেয়ে
তোমার মুখে তার রক্তিম আভা
লেন্সের কারুকাজ কাছে নিয়ে আসছে তোমার মুখ
লাল আরও লাল আরও লাল আরও লাল...
তোমাকে অনেক স্বপ্নে ভাসিয়েছি একটা সময়
চিনে বাদাম দু আঙুলের মাঝে ফেলে ভেঙে ফেলার মত
ভেঙে ফেলেছি কত কল্পিত বাঁধা
তখন তোমার সবটাতেই ভীষণ আন্তরিক বিশ্বাস
সেই বিশ্বাসে আমি হয়ে উঠেছি অজেয়
হিমালয় তখন এক তুচ্ছ পাহাড়!
এখন নগর বাসের লম্বা লাইনে
দেয়ালে যৌবন বর্ধক ঔষধের বিজ্ঞাপন
ভাবছি কিনে দেখব একদিন, তাতে যদি উত্তাপ আসে!!
পুনশ্চঃ আজকাল রাস্তার দু পাশে দেয়ালে দেয়ালে যৌবন বর্ধক ঔষধের বিজ্ঞাপন বড় বেশি চোখে পড়ছে।