সময়ের দামে বেচা কেনা চলে
হৃদয়ের অনুভব
আমি কি আর চাইলে ফিরিয়ে আনতে পারি
ফার্মগেট পল্টনের ট্রাফিক জ্যামে প্রতিদিন ফেলে আসি যে চার ঘণ্টা
না ফিরিয়ে আনতে পারি মানবিক চাহিদার যোগানে
প্রতিদিন কাট পুতুল বিকিকিনিতে অমূল্য যে সময় হারিয়ে যায়।
একটা কবিতার জন্যে আমার কাছে আর কতটা সময় থাকে?
কতটা সময় থাকে মনের মানসে একটা পুষ্প ফোটাবার?
অর্ধ নির্মিত একপাল কবিতা পালি আমি
তারা আমাকে প্রতিদিন অভিশাপ দেয়,
গর্বিত পিতা আমি হতে পারব না,
বোধকরি
কোন দিন!

পুনশ্চঃ লেখাটি কবি সাবলীল মনীর ভাইয়ের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে লেখা তাই তাকেই এটা উত্সর্গ করতে চাই।