বহুকাল যেন ভুলে গেছি বাগান বিলাস ফুটে ছিল আমার দরজার ধারে
তার অপরূপ শোভা, সোনালী রোদে তার পাপড়ির নরম রঙ
আমি জানিনে মনের কোনে লুকিয়েছিল এই ভাবে
উঁকি দেবার পায়নি অবকাশ,
কয়েক ফোঁটা বৃষ্টি, একটু খানি ভিজে বাতাস
মেলেনি কখনো এইভাবে
স্মৃতিরা তাই প্রাণ পায়নি পাখায়।
আজ ভাদ্র যখন প্রখর উত্তাপে পোড়াচ্ছে
মেঘ বৃষ্টির পূর্বাভাস ভীষণ মুশকিল
তখন কি করে বাতাসে ভর করে উড়ে এলে রেণু
আমিতো ভুলেই বসেছিলাম আমিও জনক হতে পারতাম
শুধু তোমার ফোঁটার সময়
আমার চোখ দুটো যদি
দুফোঁটা বৃষ্টি পেত!!


পুনশ্চঃ কবি মল্লিকা রায় এর চরণে।