খুঁজতে খুঁজতে এইখানে এসে থেমেছি
সূর্য মধ্য আকাশে আলো হারাচ্ছে,
পাখিরা তখন হঠাত পরেছে ধাঁধায়
অফিসের ব্যস্ত মানুষেরা জানেনা সে কথা,
যানজটে নাকাল শহরবাসী ব্যতিক্রমে আর চমকে ওঠে না
তাই এটা তেমন ঘটনাই হয়ে উঠতে পারেনা,
রাহু সূর্যকে গিলে খায় না প্রকৃতির স্বাভাবিক নিয়মে
এক ছায়া আড়াল করে সূর্যকে
ফুটপাতের ভিখিরিদের সে ব্যাখ্যায় কিছু যায় আসে না,
পার্কের বেঞ্চিতে যে মেয়েটি দিন কাটায় ঘুমে
তার তো এই অভিজ্ঞতাই হবে না কখনো
আমি তো তার পাশে সাত পাক ঘুরে এসেছি!
পাগলটা কোন এক সকালে নরম আলোয়
খোলা আকাশের নীচে হস্ত মৈথুনে ব্যস্ত ছিল,
আমি তখনও বুঝিনি প্রকৃতি উগড়ে ফেলে সব
স্মৃতিরা ভাসে সময়ের তলে,
শুকিয়ে এসেছে নীল মাছের জল
অনিবার্য পুনর্বাসন।
খুঁজতে খুঁজতে আমি এইখানে এসে পৌঁছেছি
মধ্যগগনে সূর্য হারিয়ে যাচ্ছে রাহুর ছায়ায়,
তবু কি জানো হতাশা কবির জন্য নয়,
কবিকে ভর করে প্রেম,
রাবেয়ার চোখের আলো
কবিকে ভর করে কবিতা,
যতবারই সূর্যকে ঢেকে ফেলে রাহুর ছায়া
সে যেন মালীর যত্নে আকাশে সূর্য ফোটায়,
তার আগে, কেউ কি জান
কতটা পথ পারি দিতে হয়?