একটি পথই বদলে দিতে পারে জনপদের জীবন মান
নদীর উপর একটি সেতু কিংবা কু ঝিক ঝিক রেলের লাইন
পিছেয়ে থাকা জনপদকে নিয়ে যেতে পারে সভ্যতার আলোয়।
এমন পথের খোঁজেই সভ্যতার আবিষ্কার হয়েছে কতবার,
পথের আবিষ্কারেই জন্ম হয়েছে নতুন সভ্যতা,
একটি পথের খোঁজেই অগণিত অভিযাত্রী
অজানা পর্বতমালা পেরিয়ে
অজানা সমুদ্র জয় করে
মানুষকে চিনিয়েছে সভ্য জগতের পথ।
আমিও একটি পথের খোঁজেই
সব মানুষের চোখে সব মানুষের বুকে
ভাস্কোদাগামার মত আমিও অভিযাত্রী এক
জীবনের বুকে আলোর অনুসন্ধান করি
এমন এক পথ খুঁজে ফিরি
যে পথ মানবতার দিকে নিয়ে যেতে পারে
যে পথ মনুষ্যত্বের দিশা বলে দিতে পারে,
আমি জানি তোমাদের মধ্যে কেউ না কেউ সেই পথ ঠিক খুঁজে পাবে
একবার যদি খুঁজে দেখ,
এই একটি পথই বদলে দিতে পারে তোমাদের জীবন!!