চেনা সেই সুর ভাসে বাতাসে বাতাসে
আমার মনে ঢেউয়ের মত বারি খায়
নৌকার শরীরে যেমন ছুঁয়ে যায় তাল ছলাত ছলাত
আমি যেন সেই ভাবে বাতাসে ভাসি,
সুরের বাতাসে পালতোলা নৌকায়।
মাঝি আমার হাল ধরে আছে
অচিন নাওয়ের মাঝি
ঢেউয়ের সাথে স্রোতের সাথে প্রকৃতির সাথে
তার হল জন্ম জন্মান্তরের সখ্যতা
সে দার টানে আর সুরে সুর মেলায়
অচিন দেশের সুর,
সেই সুর আমার মনের পাতায়
আমার কবিতার খাতায়
সেই সুরই ছড়িয়ে গেছে তোমাদের বাতাসে, তোমাদের হাওয়ায়।
আমি মাঝিরে জানিনা, আমি তারে চিনি না
তার সাথে নেই আমার কোন পরিচয়
তারে স্বরূপে দেখি নাই কোন দিন
অনুভবে জানি সে থাকে আমার সাথে
আমার মনের ভেতর বাস
সেই খানে বসে সুর সাধে,
আমার ভাবনা গুলো নাড়ায়,
কত শত স্বপ্ন আসে, কত শত শব্দ আসে
তারা খেলা করে মনের আঙ্গিনায়।
(সেই সুর বড় কামনার, আমারে জাগায়ে রাখে
আমারে প্রতীক্ষায় রাখে,
সে না হলে ভাবনার আকাশ তিমির অন্ধকারে
ডুবে থাকে স্তব্ধ নীরবতায়।
সে না হলে তবে কি আছে আমার
তবু গর্ব মনে, হায়রে আমার মন
মূর্খ মূর্খ মূর্খ...)