আঁধারের বুকে কান পেতে আছি
নিঃসঙ্গতার অনুভবে বুঁদ,
ইথারের শরীরে নাড়া দিয়ে যাও
শূন্যে কি আর শব্দ ভাসে?
একজন শ্রোতাও যদি না থাকে
তবু ইথার কাঁপে, ইথারের ঢেউ বয়ে যায়...
স্বপ্নেরা মাটিতে জন্মায় না
তারা আমার মননে জন্মেছিল কখনো
সাদা কাগজের শরীরে যাদের এঁকে রেখেছি
কেউ দেখেছে বা দেখেনি, তারা সেইখানে বেড়ে ওঠে
বেড়ে উঠে বাহারি ডাল পালা ছড়ায়...
আঁধারের বুকে কান পেতে থাকি
নিঃসঙ্গতা নাড়া দেয়
যার ছবি দেখি তার সাথে আজন্ম পরিচয়
অচেনা তবু, চিনিবারে চাই,
সে কি আর অবয়বে আসে,
সে ইথার নাড়ায়, স্বপ্ন নাড়ায়
অনুভবে তারা কখনো আসে
কখনো হারিয়ে যায়...
আঁধারের বুকে এক নিঃসঙ্গতা খেলা করে
আমার প্রতিবিম্ব আমি
আমার প্রতিধ্বনি আমি,
যারে আমি বুঝিবারে চাই,
সেই যারে চিনিবারে চাই...
আঁধারের বুকে কান পেতে থাকি,
কিছুই যে অবয়বে আসে না,
কেবল, এক নিঃসঙ্গতা অনুভবে আসে!!