আজও কি মন খারাপ তোমার
বেশ যে ভারি মুখ করে আছ,
বৃষ্টির প্রতীক্ষা সর্বত্র, গুমট বাতাস
পাখিদের প্রতীক্ষা দেখছি ব্যস্ত ছোটাছুটি
গৃহ বধূ কাপড় শুকোতে কপাল কুচকে
তোমার দিকে চেয়ে আছে সন্দিহান
ছাতার অভাব পথচারীর মনে, চোখ চলে যায় উপরের দিকে বার বার
যেন মেঘের আকার দেখে বুঝে নিতে চায় সময়ের হিসেব,
গলির বাচ্চাদের হুল্লোড়ের গতি অলক্ষ্যেই বেড়ে চলে
বৃষ্টি এলেই লুটোপুটি!
সবাই তোমার মুখের দিকে চেয়ে,
আজও কি মন খারাপ তোমার?
[বরষার আয়োজন]