কেমন মন ছুঁয়ে যাওয়া বাতাসে,
বিলের পানিতে চাঁদের সাথে ঢেউয়ের খেলায় মেতে,
মাঝির জীবন এই বাতাসেই মিশে থাকে দিনের অন্ত হলে।
যে যেখানেই যায় ঘর বাধিবারে,
বান্ধব সাজিবারে
তারাও ফেরে,
এই বিলের বাতাসে তুমি তাদের গল্প শুনতে পাবে।
তুমিও ফিরলে,
ফিরতে তোমাকে হতোই!
এবার নিজের সুরটা ধর, যে কদিন গলায় সুর ওঠে,
এর পর তুমিও গল্প হবে,
ভেসে বেড়াবে এই বিলের বাতাসে,
অনাগত মাঝির জন্য প্রতীক্ষায়!!
পাদটিকাঃ বৃষ্টি হচ্ছে আকাশ ভেঙে মন বোধ করি তাতেই মজে আছে। শব্দ বৃষ্টি বন্ধ। কি আর করা। অজিতেশ দাদার পাতায় আবার হামলা। তার মন্তব্য পাতা থেকে তুলে দিলাম একটু পরিবর্তন করে তার জন্য যা লিখেছিলাম।