ত্রিমাত্রিক আয়তন,
শুয়ে থেকে পাঁচটি তলই দেখা যায়
আমার সীমাবদ্ধতা আছে সবটাতেই,
আমি একবারে কেবল একটি স্বপ্ন ধারণ করতে পারি
যে দিকেই চোখ ফেরাই ষষ্ঠতল আমার অজানাই থেকে যায়।
আমি তোমার উষ্ণ ঠোঁট আমার মুখে পুরেছিলাম
তোমার নরম শরীর জাপটে ধরে উষ্ণ নিঃশ্বাসে ঝড় তুলেছিলাম
তোমার শরীরের গহীন ভীতরে, আরও ভিতরে যেতে পারিনি,
ক্লান্ত হয়ে তোমার বুকেই আশ্রয় খুঁজেছিলাম,
তখন তোমার বুকের ভিতর আগুন রঙের কোন ফুল
ফুটেছিল কি ফোটেনি সে জানিনি কখনো
অনাবিষ্কৃত থেকে গেছে তোমার আকাশ
সীমাবদ্ধতাই ঢেকে রেখেছে আমার জানালা।
শূন্য থেকে আছড়ে পড়ছে যে আলো
আমি তার বয়স আন্দাজ করতে পারি
সে যার জমিন থেকে নিঃসৃত আমি তার দূরত্ব আন্দাজ করতে পারি
সেই জমিনে স্বপ্ন চাষের, আমার অভিলাষ
সীমাবদ্ধতা আমি উতরে যেতে চাই
আমি ভাবনার গতিতে সওয়ার হতে চাই
আমি তোমার ভিতরে আরও ভিতরে যেতে চাই
ক্লান্ত হয়ে নিস্তেজ হবার আগে।
আমি একবারে কেবল একটিই স্বপ্ন ধারণ করতে পারি
এবং আমি তাতে তৃপ্ত নই,
পাচঁটি তলে আমার উল্লাস মেটে না
আমি তোমার আরও ভেতরে যেতে চাই
আমি তোমায় আরও গভীরে জানতে চাই
তোমার ত্রিমাত্রিক আয়তন, সীমাবদ্ধতা, আমার তৃপ্তি মেটে না।।