যাই বললেই কি আর চলে যাওয়া যায়,
যদি ফিরে যাবার স্বাধীনতা থাকে
তবে সেতো টানবেই,
শুধু আকাশের ওপারে চলে গেলে,
শুধু স্বপ্নের রঙে মিলিয়ে গেলে,
নাটাই এর টানে ঘুড়ি আর ফিরে আসে না।
তুমিতো ভেবেছিলে বাতাসে ভাসলেই ভেসে গেলে দিগন্তের কাছে,
তখন পৃথিবীর মায়া তোমাকে টানতে পারবে না,
তুমি বেশ রাতের আকাশে তারা হয়ে মিটি মিটি জ্বলবে।
কেমন ভাবে না মানুষ? কত দূর যেতে পার চাইলে তুমি,
বাংলার বুক থেকে শুরু করে সর্ব পশ্চিমে, সর্ব পূবে,
তুমি কি তোমার মাঝে দেখনি আমার প্রতিচ্ছবি,
তুমি কি দেখনি যা কিছু ছুড়ে দিয়েছিলে শূন্যে
সব আছড়ে পড়েছে তোমার মাথায়,
যা কিছু ফেলে এসেছিলে স্মৃতিময় সময়ে,
তারা ফিরে ফিরে আসে তোমাকে একা পেলেই,
তোমার কি মুক্তি আছে? তোমার সময়
বেধে রেখেছে তোমাকে জীবন স্রোতের নদীতে
এখন তুমি চাইলেও স্রোতের বিপরীতে ভাসতে পার না,
চাইলেও যেতে পার না মন যখন যেখানে নিতে চায়।


পাদটিকাঃ কবি অজিতেশ নাগ এর উদ্দেশ্যে লেখা। তার মন্তব্যের পাতা থেকে তুলে দিলাম।