আমি সুখ বেচি
প্রতি সন্ধ্যায় তাই আমার কাজ,
ঘরে যাদের শান্তি মেলে না
তাদের দিনের ক্লান্তি দূর করাই আমার কাজ।
অনেকেই আসে প্রতিদিন
ক্লান্ত শ্রান্ত একঘেয়ে জীবনে বিরক্ত
আমি তাদের বেচে থাকাটা একটু সহজ করে দেই,
তাদের কত শত অপূর্ণ ইচ্ছে
সম্মানের ভয় ভদ্রতার খোলসে আটকে থাকে,
আমি জানালা করে তাদের বাতাসে মিলিয়ে দেই,
আমি সুখ বেচি
বিনিময়ে দায়িত্ব চাপিয়ে দেই না।
ওরা যাদের ঘরে পুষে রাখে, সোনালী পাখি
তাদের ওরা ভালোবাসি বলে,
না শুধু বাসি বলে সে এক রহস্য
হয়ত ওদের ঘেন্না ধরে যায়
অভ্যাস অথবা সমাজ কেউ একজন বেধে রাখে
অথবা অভিনয়ে পারদর্শী নটের মঞ্চ আর ভালো লাগে না।
আমরা সেসব বাসি খাবারের পচন আটকাই
দুর্গন্ধ ছড়িয়ে পরে না
তোমাদের সমাজ মুখোশের আবরণে প্রগতিশীল থেকে যায়।
যারা আসে আমার কাছে, সুখ খরিদ করে
তারা পয়সা উসুল এর হিসেব কষে
কতটা সুখ পেল তার হিসেব কষে।
সুখের কমতি হলেও দ্বিধার কিছু নেই,
পেছনের কোন মায়া থাকে না,
নতুন দরজা খুঁজে নিয়ে চলে যায়।
আমি সুখ বেচি আর ওরা কেনে
ওরা তো লজ্জা পায় না,
আমার লজ্জাটা কোথায়?
সমাজ আমায় কাকের মতোই জানে
ঘৃণা করে, তিরস্কার করে
কিন্তু অস্বীকার করে না।
কারবারিদের দলে যদিও আমার নাম থাকে না
তবু আমি কারবারি
সুখ বেচি,
বিনিময়ে দায়িত্ব চাপিয়ে দেই না।