স্বপ্ন রাঙ্গানো সেই সোনালী স্বপ্নজাল-
ট্রিগারের নড়াচড়ায় স্তব্ধ হতে পারে শত বছরের গুমোট শিখা,
অথবা সেই পুরনো অগ্নিগিরি।
যার লেলিহান শিখার চূড়ান্ত রুপ দেখি বিপ্লবের প্রতিচ্ছায়ায়।
শুধু আজকেই আমাকে বেঁধে রাখতে পারলেও
তোমাকে শৃঙ্খলিত হতে হবে সভ্যতার বিচারে-
শুধু সেই প্রতিক্ষা টুকু তোমার অষ্টাদশী কাল ভেবে নাও-
কেননা,তারও একটা ভয়ানক সুতুরাং আছে!
সুরম্য অট্রলিকায় ধর্ষিতার আর্তচিৎকার অথবা,
এক বুক অনুনয় রোদন এখনো লেপ্টে আছে কালো কোর্টে
কিংবা প্যান্টের সারা গায়ে- কিছু মনে পড়ে?
শব্দের ঝাঁঝালো তিরস্কার,
অথবা অনুনয়ের কতটা ব্যঞ্জন লেপ্টে আছে তোমার সারা গায়ে?
রক্তাক্ত কলম থমকে যাবে ভেবেছো?
চাপাতি আর সামান্য বুলেটের আঘাতে সাঙ্গ হবে বিদ্রোহী কালি?
ভেবেছো তুমি?
রাজনীতির পালাবদল দেখি রক্তের সিঁড়ি বেয়ে!
মানবতা!
ওখানে শুধুই লিপিবদ্ধ এক ডায়েরী- আয়নার সামনে দাঁড়িয়েছ?
কত শৃঙ্খল সে!
তাং ১৬-০২-২০১৭ খ্রি: