পৃথিবীর শেষকৃত্য হতে চলা
পরিণতি -আমি দেখছি ভয়ার্ত খোলা চোখে।
মুহুর্তে অগ্নিগর্ভ পৃথিবী যেন জ্যান্ত অঙ্গারে পাল্টাবে তার সোনালী রুপ!
জলপ্রপাত যেন আজ কান্নার প্রতিচ্ছায়া -সমুদ্রফেনা আজ কেন বিদ্রোহী?
স্বাধীনতার মোড়কে সভ্যতার টুটি চেপে
খোলা কারাগৃহ রুপান্ত্রিত দেশ!
পৃথিবীর হৃৎপিন্ড আর তার হৃদয়-সভ্যতার অবিচারে ক্ষত-বিক্ষত!
মুমূর্ষু আর্তনাদ আর শত নিবেদন হাওয়ার খোরাকি হল কি?
পরস্পরের চোখাচোখি আনুবিক বোমা আর বোমারু বিমান,
যানি ছাড়বেনা কেউ কাউকে -অথচ সভ্যতার শেষকৃত্য হতে আর তো কিছু পথ!
না।
তোমরা ফেলে দাও তোমার বেয়নেট
অথবা ভারি মেশিনগান,
আর আমার প্রিয়সীকে ফিরিয়ে দাও।
অথবা তোমার উপহার মৃত্যুই যে শিশুর কামনা!
ছিন্নভিন্ন দেহ আর পোড়ামাটি সাক্ষী -বিধ্বস্ত পৃথিবীর পরিণতি,
তোমায় দাড় করাবে বিচারের কাঠগড়ায়।
পৃথিবীর শেষকৃত্যই তোমার বিচার!