আজ আমার আচ্ছাদন খুলে গেছে
বেওয়ারিশ লাশের ন্যায় ভেসে বেড়াচ্ছে পাগলাটে তুফান।টুকরো টুকরো আশীর্বাদ জমিয়ে রাখলেও তা পুঞ্জিভূত করতে পারিনি।
হৃদয়ের মশৃণ কন্দর ডুঁকরে ওঠে।
যাতনার বিশবাস্প কুণ্ডলী পাকাচ্ছে কুয়াশার রুপে,আসলে সেকি কুয়াশা হতে পারে?
আমার প্রতিবাদের ভাষা অশ্লীলভাবে হেসে ওঠে ঝাঁঝালো রোদের ক্ষরতাপে।
উত্তাপ্ত প্রাচীর বেয়ে নেমে আসে অসহায় প্লাবন আর বোধের জায়গা টুকু ওর শূন্য দেখে আমি নিজেই আতকে উঠি!
আজ অজান্তে যেন মরণ ছোবল মেরে জমে উঠলো শীতল আস্তরণ
অথবা সেই বৃহ্নলা এখনো থমকে যায় জোয়ার ভাটার প্রতিযোগিতায়।
উষ্ণ আলিঙ্গন মনে হয় শোভিয়েতের অবরুদ্ধ কারাদীপ!
অত:পর ধীরেধীরে পথ চলতে শিখেছি আধারস্থ বৈশাখেও।
তোমার জমাট বেদনার ফুলদানী ছুড়ে ফেলো
আর সভ্যতার পিছনের দেওয়াল ছেড়ে পড় শীলা বৃষ্টির ন্যায়
অথবা আরোও ক'টা দিন ঘুমিয়ে নাও বেঘোরে
অত:পর দেখবে সূর্যদয় বহু দূরে......