শূন্যতায় ডুবে আমি কাঁদি,
মনের কোনে জমে বিষাদ,
জীবন যেন শুধুই বাধা,
বাঁচতে চাওয়া বড় বেহিসাব।
মুক্তি চেয়ে আকাশের পানে,
তারাদের বলি, "আমায় নিও,"
অস্তিত্ব মিশুক হাওয়ার মাঝে,
ফিরতে চাই না, মুক্তি দিও।
আলো-অন্ধকার দ্বন্দ্বহীন,
ভালোবাসি আঁধার রাতের ছায়া,
যেখানে নীরব সান্ত্বনা দেয়,
ক্লান্ত প্রাণ খোঁজে নির্জনা।
জীবনের গান শুনতে চাই না,
আলো আমায় ডাকেনা আর,
অন্ধকারের গহীনে মিশে,
শেষ হোক এই পথের পার।
তবু শূন্যতা স্বপ্ন বোনে,
ফিরব না আর এ জগতে,
তারার মতো মিশে যাব,
অন্তিম পলায়নের অনুরাগে।