শূন্যতার সাগর এর অতল গভীরে ডুবে গিয়েছে মন,
গভীর অন্ধকারে আবছা আলোর মতো বাড়ছে দুঃস্বপ্নের ধরন,
আলো করেনা আর আমাকে গ্রহণ; নেই যে কোনো কারণ।

স্বপ্নময় আলোর পরশ আসবে,  সবাই বলে,
কিন্তু কিন্তু সোনালী রোদ্দুর যে দেয় না বিছিয়ে আমাকে আঁচল ।

বাস্তবতার মিছিলে মিথ্যে আমি, বড্ড বেমানান।
চারিদিকে শূন্যতা তাই যে দিচ্ছে জানান।
আমি মিথ্যে এক মানুষ; ভাঙাচোরা
বিষন্নতা, শূন্যতা দুঃ স্বপ্ন এর ঘোরের মাঝেই আমার আলো আঁধার জীবন ঘেরা।

ভালোবাসা কিংবা স্বপ্নের আবেশ করতে পারে না আমাকে মোহাচ্ছন্ন
ক্লান্ত আমি;
যেন ছুটে পালিয়ে যাই, চিৎকার করে দিতে চাই জানান, আমি আস্ত নই, ভাঙাচোরা,
জীবন আমার প্রচন্ড; প্রচন্ড ভিন্ন।
আমি আলোয় আসতে পারি না,
স্বপ্নের পাখা মেলে মুক্ত বিহঙ্গ হতে পারিনা। শূন্যতায় হারিয়ে যেতে চাই আমি।
আবছা ধূসর আধারে বিষন্নতার করি নিখুঁত বুনন। নিশিথ আধার রাতের অচেনা পাখির ডাকও যেন শোনায় বড়ই করুন।