দুই কান চেপে ধরিয়া থাকা বধির রা চিৎকার করিয়া বলে, " সবটা-ই শুনিতে পারি আমরা

ওরা স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠা বিপ্লবী ধ্বনিকে দাঁত খিঁচিয়ে বলে, ওগুলো তো পথভ্রষ্টদের প্রলাপ।

ওরা শুনিতে পায় না, ক্ষুর্ধাত শিশুদের কাতর কান্না কিংবা পিপাসার্তদের আর্তনাদ।

ওরা নির্দোষীদের ফাঁসির রায় শুনিয়া তৃপ্তস্বরে বলে, -"ওরা তো ওটার ই প্রাপ্য।"

ওরা অভাবী দুঃখীদের কাতর সকরুন ক্রন্দন শুনিয়া, অন্যদিকে মুখ ফিরাইয়া বলে, "এতো বাঁশির সুর।"

ওরা খামচে খুবলে খাওয়া রক্তাক্ত নারীর আর্তচিৎকার শুনিয়া হাত দিয়ে দু'কান আরও শক্ত করে চেপে ধরে।

তবুও ওরা মাথা ঝাকিয়া বলে চলে, "আমরা পারি সব ই শুনিতে।"

ওরা মৃত; তবুও ওরা হাত-পা নাচিয়ে চিৎকার করিয়া জানায়, "আমরা জীবিত।"
ওরা সুখনৃত্য করিয়া বলে, "আমরা জ্ঞানী, পূন্যবান।
তোরা হতভাগা, তোদের জন্যই সকল দুঃখ কষ্ট, দুর্দশা, তোরা জন্ম লইয়াই করেছিস তাপরাধ, এই তোদের পরিনাম।

ওরা সকল আর্তনাদ, চিৎকার; অভুক্ত হতভাগাদের কান্না-বিলাপ, আকৃতি এর প্রতিধ্বনিকে করিয়া উপেক্ষা,
সোল্লাসে চেচিয়ে বলে, স্বর্গসুখ এর জন্য মোদের করিতে হবে নাকো আর বেশী অপেক্ষা।"