আমি চাই নে কারনহীন জীবন,
এই অস্থি মজ্জার অস্তিত্বের নেই কোনো কারণ।
আমার অস্তিত্ব মিশে যাক,
এই ক্ষুদ্র অসহ্য দেহের শিকন বন্ধন হতে মুক্তি পাক,
মিশে যাক;নির্মল, বৃষ্টিভেজা শীতল আদিম বাতাসে,
যে বাতাসে মিশে আছে, হাজার, সহস্র মানুষের গল্প, মিছে আছে দীর্ঘশ্বাস, শ্বাস।
যেখানে আছে মিশে কত না বলা কথা, কতো অশ্রুফোটা, কতজনের শেষ নিঃশ্বাস।
আমি হয়ে যেতে চাই সেই বাতাস।
আমি মিশে যেতে চাই মাটির সঙ্গে,
মিশে যেতে চাই মাটির আদিম রঙে।
যে মাটিতে আছে, কত জনের পদচিহ্ন আঁকা
যে মাটিতে আছে কতজনের প্রাণের গল্প, রক্তফোটা অশ্রু, রক্তপ্লাবন কিংবা সযত্নে সকল মৃতদেহ ঢাকা।
মিশে যাক সূদূর নীলিমায়, শুভ্র মেঘের টুকরোয়
মিশে যাক রাতের তারা জ্বলজ্বলে আকাশে;
সেই আকাশে মিশে থাক আমার অস্তিত্ব; যে আকাশে উদাসদৃষ্টি একদৃষ্টে চেয়ে রয়।
আমি হয়ে যেতে চাই মাটিতে আছড়ে পড়া বৃষ্টিফোটা
যেনবা সেগুলো ধূসর কাজল চক্ষু হতে ঝরে পড়া অশ্রুফোটা,
সেই বৃষ্টিতে, যে বৃষ্টি কতকারো স্বস্তিঃশ্বাস
কিংবা কারো বুক ঠেলে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস।