এ প্রাণের অস্তিত্বের কি নেই কোনো কারন?
যে জীবনে তুমি নেই,
সে জীবন অর্থহীন।
যে জীবনে কবিতা নেই,
সে জীবন প্রানহীন।
অর্থহীন এ ধূসর জীবন, প্রাণের পরশহীন; কারনহীন এ সময়প্লাবন।
প্রচন্ত ক্লান্ত;আমি ক্লান্ত,
জীবনভার বুকে চেপে ধরেছে,
অশ্রুপ্রবাহ অবিশ্রান্ত।
যে জীবনে নেই বেঁচে থাকবার সামান্য আশা,
সে জীবনকে কি যায় ভালোবাসা?