জীবন কি?
জীবন মানে শূন্যতা বিষন্ন,
জীবন মানে গাঢ় নীল,
জীবন মানে হৃদয়ের সুর,
জীবন মানে ভাঙ্গন,
জীবন শিল্পীর তুলির আঁচোড়,
জীবন মানে সুখের মাঝে ক্রন্দন,
জীবন মানে ধূসর পাণ্ডুলিপির
অসম্পূর্ণ কাব্য,
জীবন মানে ভাস্কর্যের গড়ন,
জীবন মানে আলোর প্রচ্ছায়া ,
জীবন মানে নৈশব্দ, নিস্তব্ধ,
জীবন মানে ক্ষোভ, আক্রোশ, ঘৃণা,
জীবন মানে অনন্তপ্রবাহমান ঝরনা,
জীবন মানে নীভৃতে চলা দৃঢ় একাকিত্ব,
জীবন মানে সাদা ক্যানভাস,
জীবন মানে কাল্পনিক বাস্তবতা,
জীবন মানে আশাভঙ্গের স্বপ্ন,
জীবন মানে আর্তচিৎকার,
জীবন মানে চোখ বোজা আঁধার,
জীবন মানে রক্তজবার চেয়ে গাঢ় লাল রক্তপ্লাবনে হাসি,
জীবন মানে মৃত্যুক্ষুধা,
জীবন মানে অমৃত সুধা,
জীবন মানে এলোমেলো ভাবনা,
জীবন কখনো সুশান্ত, প্রশান্ত,
জীবন কখনো উত্তাল, অশান্ত চিত্ত,
জীবন মানে অস্তিত্বের মাঝে বিলীন হওয়া,
জীবন মানে তীব্র যন্ত্রনায় সুখ খোঁজা,
জীবন মানে শূন্যতার মাঝে পূর্ণতা পাওয়া,
জীবন মানে মিথ্যের মতো সত্য,