তুমি মৃত কণ্টকযুক্ত জানি,তবু
তোমারে মোর কোমল হদয়ে চাপিয়া ধরিলাম।
সেই সূক্ষ্ম কঠিন কণ্টক বিধিয়া গেলো হদয়ের মাঝে,
তবু আরও দৃঢ় করে তোমারে আলিঙ্গন করিলাম।
রক্তক্ষরণ হলো, রক্তজবার মতো লাল,
রক্তে প্লাবিত হলো হদয় ,
সেই রক্ত শুষে কণ্টকযুক্ত ডালে ফুটলো
তাজা রক্তিম গোলাপ, প্রাণে ভরা।
পাপড়ি ঝরিয়া গেল, শুকাইয়া নিঃশেষ,
তবু সে মৃত গোলাপের সুবাস ছড়ায়
অনন্তকাল,।
আমি সেই সুবাসে অমর হতে চাই।
মৃত গোলাপের সুবাসে মিশে,
অসীম অনন্তকাল মুগ্ধ বিভোর হয়ে,
তোমার অস্তিত্বের মাঝে বিলীন হতে চাই।