স্বাধীনতার জন্য করলো বাঙালী
নয় মাস ধরে যুদ্ধ।
স্বাধীনতার জন্য দিলো তারা
লক্ষ শহীদের রক্ত।
স্বাধীনতার জন্য গেলো মায়ের
যুবক ছেলের প্রাণ ।
স্বাধীনতার জন্য পেলো বাঙালী
সোনার বাংলা গান।
স্বাধীনতার জন্য দিচ্ছি মোরা
পাকহানাদের ধিক্কার ।
স্বাধীনতার জন্য শুনল তারা
ধর্ষিতা নারীর চিৎকার।
স্বাধীনতা তাদের ফিরিয়ে দিলো
বাঙালী হওয়ার অহংকার ।
স্বাধীনতা আজ এনে দিলো
বাংলা বলার অধিকার।
স্বাধীনতা আজ লক্ষ ঘরে
জ্বলন্ত এক প্রদীপ।
স্বাধীনতার জন্য বাঙালী পেলো
অমর শেখ মুজিব।