বিরুদ্ধে কারো যাচ্ছি না আমি
বলছি না কারো পক্ষে
বলছি শুধু সময়ের কথা
জমা আছে যা বক্ষে
ক্ষণে ক্ষণে সব ই বদ্লেছে আজ
আমাদের আর নাই কোনো লাজ
অশিক্ষিত রা দিচ্ছে রেমিট্যান্স
শিক্ষিত রা গড়ছে চোরের সমাজ
জানি এ কথা বলে নেই লাভ
চুরি করাই যে আমাদের সভাব
নিজে দোষ করে অন্যকে চাপাই
সত্যি মোদের বিবেকের অভাব
ঘুমন্ত কে ডেকে তোলা যায়
যে ঘুমায় নি তাকে কিভাবে জাগাই?
সময় আর স্রোত থেমে থাকে না
তাদের বলো কিভাবে বোঝাই?