জন্ম আমার সার্থক আজ তোমাদের পেয়ে কাছে,
কত না কষ্ট, কত ভালোবাসা দিয়েছো আমার পিছে।
ছিলাম যখন গর্ভে মা তোমার, পেয়েছো কত না কষ্ট।
জন্মের পর বাবা তুমি, করেছো কত না শখ নষ্ট।

অবুঝ আমি ছোট্ট ছিলাম, কত না প্রশ্ন করেছি।
করতে না রাগ, দিতে সব বলে মুখে নিয়ে মিষ্টি হাসি।
ধীরে ধীরে যত বড় হলাম আমি বুঝতে শিখলাম কিছু,
দেখলাম বাবা করে রক্তকে জল, ছুটছো আমার পিছু।

আমার জন্য কত শত ত্যাগ, কত না দিয়েছো শ্রম,
বিনা স্বার্থে ছুটছো তোমরা, নিচ্ছোনা একটু দম।
পাষাণ তোমরা নিজের জন্য কর না কখনও মায়া,
দিচ্ছো সব বুকে আশা নিয়ে, হবো একদিন ছায়া।

আজ কেনো জানি চোখে আসে জল, কিছুকথা একা ভেবে
হয়তো অজান্তে দিয়েছি কষ্ট ,আমি যে পাবো না মেপে।
ক্ষমা করো মা ,ক্ষমা করো বাবা, ভুল যদি করি তবে।
খোকা তোমাদের ভালবাসা চায় যতদিন তোমরা রবে।

কষ্ট তোমাদের সার্থক হবে একদিন ঠিকই জানি।
যেদিন আমি করে উজ্জ্বল মুখ মাথায় মুকুট আনি।
দোয়া রেখো বাবা, দোয়া রেখো মা তোমাদের খোকার জন্য।
সমাজের মাঝে মাথা উচু করে যেনো তোমাদের করি ধন্য।

কত গুলো বছর চলে গেলো আজ তোমাদের ছায়া তলে,
মনে রেখো আশা তোমাদের শ্রম যাবেনা কখনও বিফলে।
খোদার কাছে চাওয়া শুধু তাই বেঁচে থাকো হাজার বছর,
আমিও এভাবে ভালোবাসা চাই লক্ষ্য কোটি বছর।