আমার চোখে বসন্তের ছবি
ফ্রেমের চতুর্ভুজে তুমি আছো
বৃষ্টি হয়ে, ফুল হয়ে, সুর হয়ে।