নিজেকে ভাগ্যবান মনে করি,
কারণ তোমাকে পেয়েছি সর্বোপরি।।
হয়নি তোমার শ্রীমুখ দর্শন,
অব্য বক্ষস্থলে হয়েছে বারিপাত বর্ষণ।।
সীমান্ত ছাড়িয়ে যদি প্রণয় রয়,
কন্ঠ শুনে নিশ্চিত ভালোবাসা যায়।
প্রবৃত্তি বড়োই সুদৃঢ় বলবান...
তাই স্বীয় খেতাব ভাগ্যবান।।
তাই অনড় প্রণয়ের সমীক্ষায়..
আছি বাক্য বিতরণের প্রতীক্ষায়।।