বাস্তব বহুদূরে, সে স্বপ্নেও আসেনা
পক্ষান্তরে হৃদয় করিতেছে তাহারই বাসনা।
এই বেদনা করিতেছে অতিষ্ঠ
অথচ অনুভব তাহার খুবই মিষ্ট।
বাক্যালাপ তাহার সহিত নাহি হয়
অপত্য ভালোবাসা কি ইহাতে দমন হয়?
বাক্য তাহার "ভালোবাসা আমার অবান্তর"
অজ্ঞাত সে - ভালোবাসা আমার জন্মান্তর।
এই পথের যন্ত্রণা করি অবিরাম সহন
উপায় বিহীন পীড়া একদিন করিবে দহন।।