আমি তোমাদের সাথে সন্ধি করতে গিয়ে প্রকৃতির সাথে বিচ্ছেদ ঘটালাম
তবুও প্রকৃতি আমায় আজও মনে রেখেছে,
কিন্তু তোমরা আমায় সেই কবেই ভুলে গিয়েছো,
ভুলে গিয়েছো কিভাবে আমরা ভুল গুলোকে,ভালোবেসে ভুলে যেতাম,
সেই অচেনা প্রকৃতি আজ আমায় মনে করিয়ে দেয়
"বিচ্ছেদ কভু তার সাথে মানায় নাহ"
মেঘে ঢাকা নীল,সাদা ভেলা গুলো মনে করিয়ে দেয়
"তাদের থেকে কোমল আর কিছুই এই জগতে নেই "
তারা অতীতেও যেমন, সূদুর ভবিষ্যতেও তারা তেমনি
তারা কখনো স্বার্থের সাগরে স্বর্থপর হতে জানে না,
তাদের ভালো না বাসলেও তারা বিচ্ছেদ ঘটায় না
যদি কভু মেঘের ভেলা হয়ে জন্মাতাম
তবে বিচ্ছেদ বলে কিছুই থাকতো নাহ এই জগতে
সকলে সুদীর্ঘ আখিতে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বলতো
"এইতো ভালো আছি"