প্রিয়তম তুমি,
ভালো আছো নিশ্চয়ই
আমিও আছি হয়তো,আবার হয়তো বা ভালো নেই
তবে,আজকাল তোমার কথা বড্ড মনে পড়ে
সময়ে অসময়ে বারবার দেখার ইচ্ছে জাগে
তোমার ওই চোখ দুটির নেশার মায়ায় যেদিন থেকে পড়েছি
সেইদিন থেকে আর অন্য কোন নেশা আমায় স্পর্শও করেনি।
প্রিয়তম তুমি,
আমার ছায়া ঘিরে ঘোরাফেরা করো জানি,
আমার নিস্তব্ধ শহর জুড়ে
তবে তোমায় আমি কখনো খুঁজে পাইনি
শহরের আনাচে-কানাচে
আমি প্রিয়তম হারানোর নিখোঁজ বিজ্ঞাপন ছাপিয়েছি।
প্রিয়তম তুমি,
আমি জানি,
তুমি আমার কল্পনার জগতে একান্তই আমার
তোমাকে অন্য কারো ছায়াতেও যেনো দেখতে না হয় আমার
তুমি আমার একান্তই আমার।
প্রিয়তম তুমি,
আমি জানি,
আমি তোমায় ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি কোন এক অজস্র বছর থেকে।
প্রিয়তম তুৃমি,
আমি জানি,
তোমাকে ভালোবেসেছি তোমার ব্যক্তিত্যের বন্ধে আবদ্ধ হয়ে
তা না হলে কবেই, সেই কবেই তোমায় ভুলে যেতাম।
বীজগণিতের হিসাব আমার স্মৃতিশক্তি ধরে রাখতে পারে না,
অথচ কত অদ্ভুত তুমি নামক মানুষটাকে
কত সুন্দর ভাবে আমার স্মৃতিশক্তি স্মরণ করিয়ে দেয়
স্মরণ করিয়ে দেয় আমি ভালোবাসি তোমায়
স্মরণ করিয়ে দেয় কতটা দীর্ঘ মায়ায় জড়িয়েছো আমায়।
তুমি নামক মানুষটা কতটা দীর্ঘ
কতটা ভাস্কর
তুমি নামক মানুষটা।