এক প্রহর কাটে দুখে,তবে অন্য প্রহর কেন অপেক্ষায়?
দিন কাটে আশায়,তবে রাত কেন অপেক্ষায়?
এক প্রহর,দিন পরিশেষে বছর চলে যায় অপেক্ষায়
ভালোবাসার অপেক্ষা।
তবে আক্ষেপ কেনো?
ভালোবাসায় তো আক্ষেপ থাকতে নেই,
আক্ষেপ নিয়ে কি ভালোবাসা যায়?
ভালোবাসা ধৈর্য বাড়ায়,আক্ষেপ নয়।
আক্ষেপ ব্যাকুলতা বাড়ায় কিংবা
সমুদ্রের ঢেউয়ের জলের মতো তীব্রতা বাড়ায়।
অপেক্ষা,
অপেক্ষা যেমন এক প্রান্তে দূরত্ব বাড়ায়, তেমনি অন্য প্রান্তে বাড়ায় ভালোবাসা কিংবা
স্নিগ্ধতা,
পাহাড়ের গা ঘেঁষে বেয়ে পরা জলরাশির মতো ক্লান্তিহীন অপেক্ষা।
আক্ষেপহীন যুগ-যুগান্তর নিমিষে পার করিয়ে দেওয়াই অপেক্ষা
স্নিগ্ধ ভালোবাসার অপেক্ষা, না পাওয়া মূহুর্তকে পাওয়ার অপেক্ষা,
অপেক্ষার কোন বিবশ রাত্রি নেই,আছে শুধুই স্নিগ্ধতা
এক যুগ,বহু যুগ না পাওয়ার তীব্র অপেক্ষা।