১)
তোমাকে না পাওয়ার শোকে
দীর্ঘজীবন দূরে থেকে তুলির আঁচড়ে
তোমার প্রতিমা এঁকে গেলেন কবি-

মানুষ তাকে জেনেছে কবিতা।

২)
কবিদের কোন ব্যক্তিগত দুঃখ নেই
কবিরা জন্মগত দুঃখবিলাসী নয়।

অথচ, মানুষ জেনেছে কবিরা দুঃখ পায়
প্রেমের কাছে পরাজিত হয়
ভালোবাসার ডাকে মাথা নত করে।

৩)
মানুষ জেনেছে, মানুষ দেখেছে
জানেনি মানুষ-

তুমি কবির দুঃখ হয়েছো বলেই
কবিরা দুঃখ পায়
কবিরা দুঃখ পেতে ভালোবাসে

দুঃখের মালা বরণ করেছে কবি।

২১০৭২০১৮
প্রফেসর'স লজ।