তোমার সাথে দেখা হবে;
কিন্তু কখন -
কাল, পরশু?
হাতঘড়ির সময় বেঁধে
সাড়ে তিনটে,
নিলয় রাসু।

কী পরবে? হলুদ শাড়ী?
চুলের খোঁপায়
ফুল জড়াবে?
পুরনো সে' পাঞ্জাবিটা
ইস্ত্রি করে -
পরতে হবে?

ওয়াচ টাওয়ারে কফিশপে
ঈর্ষা জ্বেলে
লোকের চোখে-
কলেজ স্ট্রীটে ইকোপার্কে
প্রেম ছড়াবো
কাল বোশেখে।

পাকাপাকি কথা রইলো
সাড়ে তিনটে,
সাঁঝ বিকাল
দেখা হচ্ছে। তৈরি থেকো।
আমি কিন্তু -
আসছি কাল।

১৫০৪২০১৮
প্রফেসর'স লজ।