তোমাকে আমার সৌভাগ্য বলাটা মোটামুটি অন্যায়।

তোমাকে না পেলে একদিন
আমাকেও তো দুর্ভাগ্যের গল্প শুনাতে হবে।
তুমি কোন সাদামাটা গল্পের মতো এতোটা সহজলভ্য নও,
যা'কে মাত্র গুটিকয়েক শব্দ গাঁথুনিতেই তুলে ধরতে পারি!

যদিও ভাগ্য একটি আপেক্ষিক বিষয়।
তুমি সকল আপেক্ষিকতারও ঊর্ধ্বে।

তোমাকে চাওয়ার পর সময়ের অনুবাদে জানতে পেরেছি-
“গন্তব্য এমনকিছু নয়, যেটা মানুষ তৈরি করে নিতে পারে;
গন্তব্যের জন্য কেবল সঠিক পথটা বেছে নেয়া জরুরি।”

তুমি আমার সৌভাগ্যের গন্তব্য।
যাহিন, তুমি আমার সেই গন্তব্যের পথ-
যে পথ আমার জীবনের সমান দীর্ঘ।
যে পথে মৃত্যু ব্যতীত দ্বিতীয় কোন যাত্রাবিরতি নেই।

আমি অমন পথের পথিক হয়েই
তোমার সমান্তরালে গন্তব্যে পৌঁছুতে চাই!

১৮১২১০১৭
প্রফেসর'স লজ।