১)

তুমি আবার ফিরে আসবে
নীহারিকা, কেউ ভাবেনি-

যাবার আগে
ফিরবে বলে

সেদিন যারা চলে গেলো-
আজো তাদের কেউ ফিরেনি।


২)

নদী, নারী, কেউ ফিরে না-
তুমিই শুধু ফিরে এলে।

মেঘের বলয়
পাহাড় ভেঙে

ধূসর চোখে ঝর্ণা এঁকে
নীহারিকা, কোথায় ছিলে?


৩)

আজ তোমাকে ফিরে আসার
অভিবাদন। সব ভুলে যাও।

তবুও ভয়-
বুকের কোণে।

ভয় কাটেনি নীহারিকা-
আবার যদি হারিয়ে যাও!


১৮০৪২০১৮
প্রফেসর 'স লজ।