আমার বুকের ভেতর অবিরত, দিনরাত
তোমার সমান্তরালে কবিতারা হেঁটে যায়।
তুমি আমার কবিতা হও, প্রেম হও!
আমাকে করো প্রেমিক, আমাকে করো কবি।
আমাকে প্রেমিক করো কবিতার।
বুকের নিঃশ্বাস ছিঁড়ে
খোঁপায় গুঁজো শব্দের ফুল।
কালির কাজলে সাজাও
আয়াত জ্যামিতিক চোখ।
ঠোঁটের চুম্বনে গাঢ় হোক
হরফের আবরণ।
তুমি আমার কবিতা হও, প্রেম হও!
আগুনে উপত্যকার মধ্যপ্রদেশ হেঁটে
পাড়ি দেবো দুর্গম ভূমধ্যসাগর;
ঢালু গিরিখাতে নেমে সন্তর্পণে
ছুঁয়ে যাবো তোমার বনসাই নাভিমূল।
পাহাড়ি ঝর্ণা হয়ে যেমন মোহনায় ছুটে যায়
পৌরাণিক নদীবিহারি স্রোত,
আমিও তোমার খুঁজে ছুটে গেছি কবিতায়।
তোমার মাঝেই আমি খুঁজছি অনিন্দ্য উপমা,
আমার কবিতার সামগ্রিক উপাদান।
তুমি আমার কবিতা হলেই দেখবে-
একদিন আমার ভেতরে তুমি
অথবা তোমার ভেতরে আমি
আমাদের শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে যাবার পরও
একদিন দুজনে একইসাথে বাঁচবো।
তুমি আমার কবিতা হলেই দেখবে-
এভাবেই ক্ষয়ে যেতে যেতে একদিন
কালির কলমে অমর করে যাবো
আমাদের স্বর্গীয় সোনালি প্রেম।
তুমি আমার কবিতা হও!
তোমাকে চিরায়ত প্রেমের প্রতিশ্রুতি দেবো।
২১০৬২০১৮
কুটির।