আমাদের সবাই,
এমনকি অন্ধ বোবা লোকটিও-
কেউ কবিতার বাইরে নয়!
মানুষ তার হৃদয় দিয়ে
যে চিরায়ত সত্য
উচ্চারণ করে তাই কবিতা।
সত্যকে সকলেই জানে।
অথচ সত্যকে সত্য জেনেও যারা
সত্য উচ্চারণের সাহস রাখেনা-
তাদের কেউ কবি নয়।
বুকের ভেতর তীব্র বিস্ফোরণ নিয়ে
চিরায়ত সত্যকে উচ্চারণকারী
সেই ব্যক্তিটিই হলেন কবি।
কবিরা হলেন অতল সাগর-
নক্ষত্রে ভরা রাতের আকাশ।
কবিরা মহাকালের পথে-
অজস্র কবিতার বুদবুদ ছুঁড়ে যান।
তারপর যখন কবির মৃত্যুতে জনশ্রুতি হয়
একজন কবি কখনোই
তার জীবদ্দশায় শ্রেষ্ঠ কবিতাটি
লিখে যেতে পারেন না!
কবিরা দ্বিমত না করে বলেন-
যে কবিতাটি এখনো লিখা হয়নি
কবি লিখবেন বলে ভাবছেন;
যে কবিতা লিখার জন্য
কবিকে আমৃত্যু অপেক্ষায় থাকতে হয়
সেটিই কবির শ্রেষ্ঠ কবিতা।
নতুবা,
কবির শ্রেষ্ঠ কবিতার নাম 'মৃত্যু'
যে কবিতা কবিকে চিরকাল অমর করে রাখে।
১৫০৭২০১৮
প্রফেসর'স লজ।