অনেকদিন আমাদের চোখাচোখি দেখা নেই।
বিকেলে কলেজ ফেরার পথে স্কুলের গেটে
আগের মতো লুকোচুরি করে দেখা হয় না।

তবুও তোমার সাথে মনে মনে দেখা হয়
মনে মনে আমাদের ভালোবাসাবাসি হয়
কি ভীষণ রকম দুজন দুজনকে ভালোবাসি।

প্রতিবার দীর্ঘ ছুটি কাটিয়ে মফস্বল ছেড়ে
তুমি যতো দূরে যাও, যতো দূরেই থাকো-
আমি তোমাকে স্পষ্ট করে দেখতে পাই।

গালের টোল পড়া হাসি, নাকের নোলক
কোমলরাঙা পা, পায়ের নূপুর, হলুদ শাড়ি পরে
যখন পরিপূর্ণ নারী সেজে আয়নার সামনে দাঁড়াও

তোমার প্রতিটা প্রতিবিম্ব আমার বুকে ধারণ করি
তুমি হাসলে আমি তোমার আয়না হয়ে হাসি
তুমি কাঁদলে আমি তোমার আয়না হয়ে কাঁদি।

            ভালোবাসা চোখে থাকে না
            অন্ধও ভালোবাসে।
            ভালোবাসা ঠোঁটে থাকে না
            বোবাও ভালোবাসে।
            ভালোবাসা শরীরে থাকে না
            অশরীরীও ভালোবাসে।

ভালোবাসা থাকে মনে মনে সঙ্গোপনে
আকাশ হয়ে চাঁদনি রাতের তারার মতো
দূর থেকেও তোমাকে যেমন বুকের ভেতর আগলে রাখি।

২০০৭২০১৮
প্রফেসর'স লজ।

(রাহিকে উৎসর্গ করে)