আরুশি তোমার হৃদচরণে
নতজানু একটি মানুষ

দেখছো তাকে?
খোঁজ নিয়েছো?

পেলে কি তার চিহ্ন খুঁজে
শোকের রাতে উড়ায় ফানুস!


তোমার চোখে দ্বিধার আগুন
অবহেলায় পুড়িয়ে মারে

দিব্যি শপথ
তোমার নামে

মিথ্যে ওসব? বাঁচবে মানুষ
সবাই যদি ছলনা করে!


ভীরু হৃদয় ভয় কাটিয়ে
জড়ো করছে স্বপ্নগুলো

গিঁট বেঁধেছে
আচল ভাগে

ওসব হিসাব পরে হবে
কখন কে কার আঙুল ছুলো।


সেই মানুষের স্বপ্ন ভীষণ
তোমার পাশে হাঁটতে যাবে

বাকী জীবন
একই সাথে

ঠিকানাহীন স্বপ্নগুলো
তবুও তুমি ফিরিয়ে দিবে?


০৪০৭২০১৭
প্রফেসর'স লজ।