তার দু’চোখ : প্রেমের পাণ্ডুলিপি
পরম স্নেহের হামি খাচ্ছে
মাত্রা পর্বের খোঁড়া পাঠ চুকিয়ে—
কালপরশুই প্রেসে যাচ্ছে

সদ্যজাত কবিতারা। সে বললো—
“চোখ বুলিয়ে একটু দেখুন
কোথায় কোথায় ভুল বানানের
ছড়াছড়ি, একটু দেখুন!”

খুঁটিয়ে খুঁটিয়ে আপাদমস্তক
চোখ বুলালাম এক পলকেই।
দেখে বললাম— সবি ঠিক। চোখে
শুধু চন্দ্রবিন্দু চশমাটি নেই!

২২১০২০১৮
প্রফেসর’স লজ।