যখন দেখি মেঘের দিনে
মেঘ জমেছে মেঘের পালে—
মেঘের খেলা মেঘের দেশে
আকাশ চিরে বিজলি জ্বলে—
আমার মনে তোমার খেলা
যেমন খেলো তেমনি খেলে—
তখন শুধু তোমাকে চাই
আকাশ পানে দু’হাত তুলে;
বৃষ্টি তোমার শীতল জলে—
ভিজবো বলে।
আবার তুমি যাও লুকিয়ে
কোন অজানায়; খুঁজে মরি—
আর কতোদিন চলবে এমন
তোমার আমার লুকোচুরি—
কোথায় পাবো তোমার দেখা
কোথায় গেলে কোন আড়ালে—
তখন শুধু তোমাকে চাই
আকাশ পানে দু'হাত তুলে;
বৃষ্টি তোমার শীতল জলে—
ভিজবো বলে।
আমার মনে দহন ক্ষত
কোথায় কত; তোমার জানা
ঝরাও তুমি অঝোর ধারা
আর সহে না, আর পারি না।
প্রাণ ফিরে পাই মৃতদেহে
তোমার কোমল ছোঁয়া পেলে—
আজকে শুধু তোমাকে চাই
আকাশ পানে দু'হাত তুলে;
বৃষ্টি তোমার শীতল জলে—
ভিজবো বলে।
২৮০৩২০১৬
প্রফেসর’স লজ।